কলকাতা

গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ বৈঠক, এয়ার অ্যাম্বুলেন্স, জিপিএস সহ থাকছে একগুচ্ছ ব্যবস্থা

আজ গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ বৈঠক হল নবান্নে। জানা গেছে, গঙ্গাসাগর মেলায় কত যাত্রী আসছেন, তার নজরদারিতে সাগর দ্বীপের সব পরিবহণে লাগানো হবে জিপিএস ট্র্যাকার। যার সাহায্যে ভিড় নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা মোকাবিলা সহজ হবে। কন্ট্রোলরুম থেকে সমস্ত ভেসেল এবং বাসে নজরদারি চালানো যাবে। আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তা নিয়েই শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি, পরিবহণ, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা সহ দক্ষিণ ২৪ পরগণার জেলাপ্রশাসনের কর্তারাও। সেখানেই এই জিপিএস ট্র্যাকিং নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে কুয়াশায় দৃশ্যমানতা কম থাকলে ভেসেল যাতে আটকে না যায়, সেকারণে তাতে ন্যাভিগেশন লাইটের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। যেহেতু গতবারের তুলনায় এবার পুন্যর্থীর সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই শুরু থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগতে চায় প্রশাসন।