কলকাতা

ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্য সচিবের, জেলা প্রশাসনগুলিকে সতর্ক করল নবান্ন

ক্রমেই বাড়ছে ডেঙ্গির উপদ্রব । আর কপালে ভাঁজ চওড়া হচ্ছে নবান্নের । শুক্রবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । আর এই বৈঠক থেকে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে সতর্ক করলেন তিনি । যেভাবে কলকাতা-সহ এই জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তাতে জেলা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিন জেলাশাসককে মুখ্য সচিবের নির্দেশ, পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে একদিকে যেমন জনসচেতনতা মূলক প্রচার বাড়াতে হবে । একই সঙ্গে পৌরকর্মীদের নামিয়ে মশা দমন অভিযানে জোর দিতে হবে। এদিন মোটামুটি সমস্ত জেলাকেই সতর্ক থাকতে বলেছেন মুখ্য সচিব । কারণ, যে গতিতে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা যথেষ্ট চিন্তার । চিন্তা বেশি যতটা সংখ্যা নিয়ে, তার চেয়ে বেশি উৎসবের মরশুম হওয়ায় । তাই মুখ্য সচিবের নির্দেশ, ডেঙ্গি নিয়ে প্রশাসনিক স্তরে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না । প্রত্যেক জেলা প্রশাসন, পঞ্চায়েত এবং পৌরসভাকে ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে । হাসপাতাল, বেসরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়াতে হবে । ডেঙ্গি রোগী যথাযথ যাতে চিকিত্‍সা পান, তা সুনিশ্চিত করতে হবে ।