রাজ্যে এখন অনেকটাই কমেছে করোনার প্রকোভ । যদিও তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা রয়েছে। তার মাঝেই বিধিনিষেধ আরও খানিক শিথিল করল সরকার। খুলে দেওয়া হল জাদুঘর, মিনার এবং বিনোদনমূলক পার্কগুলি। সোমবার নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গত ১৩ অগস্ট রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩০ তারিখ পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আরও কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের বিবৃতি অনুযায়ী এবার থেকে সমস্ত জাদুঘর, এএসআই নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনোদনমূলক পার্কগুলি খুলে দেওয়া হবে। তবে সেখানে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। এছাড়া আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চল সমস্তই এবার থেকে পুরোদমে কাজ চালাতে পারবে। এতদিন সেখানে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতির আদেশ ছিল না। এখন সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। তবে ১০০ শতাংশ কর্মীর অনুমতি দিলেও নবান্ন জানিয়ে দিয়েছে সকলকে ভ্যাকসিন নিতে হবে। যথাযথভাবে কোভিডবিধি মেনে চলতে হবে। আগামীকাল অর্থাত্ ১৭ অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন।