জেলা

নদিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুন

সবেমাত্র ভোটপর্ব মিটেছে। এর মধ্যেই রাজনৈতিক হানাহানির খবর নদিয়া জেলায়। নদিয়া জেলার চাপড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, ওই ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন। মৃত তৃণমূল কর্মীর নাম মোসলেম সেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার কে. অমরনাথের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবদেন লেখা পর্যন্ত তিনি ফোন ধরেননি, এসএমএসের রিপ্লাই দেননি। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে স্থানীয় কারও শত্রুতা ছিল কিনা, নাকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা করা হল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।ভোট মিটতেই নদিয়ার চাপড়ায় তৃণমূল কর্মী খুনেই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। নিহত তৃণমূল কর্মী মোসলেম সেখের বাড়ি চাপড়ার হাটরা গ্রামে। নদিয়ার চাপড়া থানার মাধবপুরের জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছনে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে মোসলেম বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জেবের শেখ। তবে তার বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কার্যকলাপের অভিযোগ আছে বলেও জানিয়েছেন অনেকে।