দেশ

একটানা ভারী বৃষ্টিতে প্লাবিত নাগপুরের একাধিক এলাকা

শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি চলছে নাগপুরে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। একাধিক এলাকা প্লাবিত। ইতিমধ্যেই ওই সমস্ত এলাকা থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সকাল সাড়ে পাঁচটা অবধি নাগপুরে বৃষ্টি হয়েছে ১০৬ মিলিমিটার। প্রশাসনের তরফে ইতিমধ্যেই শনিবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জেরে আম্বাজারি হ্রদের জলস্তর বেড়ে গিয়েছে। ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’‌ ইতিমধ্যেই নাগপুরের জেলাশাসক, মিউনিসিপ্যাল কমিশনার ও পুলিশ কমিশনারকে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। উদ্ধারকাজে নেমে পড়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় প্রশাসন প্লাবিত এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরানোর কাজ শুরু করেছে। খুব জরুরি প্রয়োজন না পড়লে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন। যানজট তীব্র আকার ধারণ করেছে। নাগপুর, ভান্ডারা, গোন্ডিয়ার একাধিক এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রপুর, ভান্ডারা ও গোন্ডিয়ার একাধিক অংশে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরাবতী, গড়চিরোলি এলাকায়।