কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই বিরোধী দলনেতার দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত একশো জনের তালিকা শাহের হাতে তুলে দিয়েছেন তিনি। শুভেন্দুর এই দাবির পরই তাঁকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা দাবি, নারদা-তদন্তে এফআইআর-এ শুভেন্দুর নাম রয়েছে। আগে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত। এ দিন শুভেন্দু দাবি করেছেন, শাহের কাছে যে তালিকা তিনি তুলে দিয়েছেন, সেখানে তৃণমূলের নেতা-নেত্রী ছাড়াও রয়েছে সাংসদ-বিধায়কদের নামও। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক করেন শুভেন্দু। বৈঠক শেষে শুভেন্দু টুইট করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি শাহের সঙ্গে কথা বলেছেন। চলতি সপ্তাহেই দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার আগে শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠকের বিষয় নিয়ে অনেক জল্পনা ছিল। শুভেন্দুর সেই দাবি প্রসঙ্গে কুণাল বলেন, নিজেকে বাঁচাতে এ সব কথা বলে চলেছেন রাজ্যের বিরোধী দলেনেতা। তৃণমূলের থেকে সব রকম সুবিধা নিয়ে আজ বেইমানি করেছে শুভেন্দু। কুণালের কথায়, শুভেন্দু কী দুর্নীতিগ্রস্তদের তালিকা দেবেন, তিনি নিজেই তো দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে, সম্প্রতি মুম্বই যান শুভেন্দু। কাউকে না জানিয়েই সেখান থেকে নাগপুরে গিয়েছিলেন বলে সূত্রের খবর। সঙ্ঘের শীর্ষ পরিচালকদের সঙ্গে দেখা করেন। সারদা মামলায় তাঁর বিরুদ্ধে তৃণমূল সরব হতেই দিল্লি সফরে রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে শুভেন্দুকে নারদা ও সারদা মামলায় গ্রেপ্তারের জোরালো দাবি তুলছে তৃণমূল। বিদায়ী রাজ্যপালকে দু’বার ডেপুটেশনও দিয়েছে বাংলার শাসকদল। নারদা কাণ্ডের এফআইআরে নাম থাকা শুভেন্দুকে জেরা না করা নিয়ে বিজেপির দলের অভ্যন্তরেও প্রবল অসন্তোষ রয়েছে। স্বভাবতই ঘরে বাইরে প্রবল চাপে থাকা শুভেন্দু কি সারদা কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সোমবার রাতের বিমানে দিল্লিতে আসলেন? রাজনৈতিক মহলের ধারনা, সারদায় অস্বস্তিতে অধিকারী পরিবার! তাই কেলেঙ্কারি ধামাচাপা দিতেই কি দিল্লিতে শাহের দরবারে শুভেন্দু।