কলকাতা

সিবিআইয়ের আর্জিতে প্রায় একমাস পিছল নারদ মামলার শুনানি

নারদ মামলার দিকেই নজর ছিল সকলের। মামলায় আচমকাই গতি কমাল সিবিআই। এই মামলা পিছিয়ে দেওয়া হল প্রায় একমাস। দীর্ঘদিন বাদেই আজ কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন মামলার শুরুতেই সিবিআই-এর আইনজীবির তরফে আদালতে একটি আর্জি জানানো হয়। সিবিআই-এর তরফে জানানো হয় ‘দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা অন্যান্য মামলা যেমন পেগাসাস নিয়ে ব্যস্ত। তাই দশ দিন নারদ মামলা পিছিয়ে দেওয়া হোক।’ সেই আর্জিতেই সিলমোহর দিয়ে একেবারে একমাসের কাছাকাছি এই মামলা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ।আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে হবে নারদ মামলার শুনানি। তবে সিবিআই-এর তরফে বারবার নানা অজুহাতে নারদ মামলার শুনানি পিছিয়ে দেওয়া নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বার বার এ ভাবে শুনানি পিছিয়ে দেওয়া যায় না। শেষবারের মতো এই আবেদন গ্রহণ করা হল। মামলার পরবর্তী শুনানি হবে ১৩ সেপ্টেম্বর।’