দেশ

‘নতুনের সূচনা হোক’, নববর্ষে বাংলায় টুইট করে শুভেচ্ছার সঙ্গে দলের প্রচারের ভিডিও পোস্ট করলেন নরেন্দ্র মোদি

পয়লা বৈশাখের সাতসকালে শুধু বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তার পাশাপাশি দলের প্রচারের ভিডিও পোস্ট করে নতুন বাংলা গড়ার ও পরিবর্তনের ডাকও দিলেন তিনি। টুইটারে বাংলায় তিনি লিখেছেন, ‘বাংলার মানুষের ভালবাসা আর প্রাণস্পন্দন প্রকৃত অর্থেই মন ছুঁয়ে যায়। পয়লা বৈশাখে ভারত ও বিশ্বের নানা প্রান্তে থাকা বাঙালিদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে সুস্বাস্থ্যের অধিকারী হোন।’ শুভেচ্ছার জানানোর কয়েক মুহূর্ত পরেই ভিডিও পোস্ট করে রাজনৈতিক বার্তাও ছড়ান তিনি। বাংলায় কালো অন্ধকার সরিয়ে নতুন দিন আনবে পদ্মফুল শিবির, সেটির সুস্পষ্ট উল্লেখ রয়েছে সেই ভিডিও বার্তায়। সঙ্গে বাংলায় লিখেছেন, ‘পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক!’ বাংলার সঙ্গে নরেন্দ্র মোদির যে আত্মিক যোগ, বাংলার মানুষের প্রতি তাঁর যে আবেগ, একই সঙ্গে শাসক দলের বিরোধিতা করে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে ভিডিওতে।