দেশ

এনসিবি কর্তার বোন ও মাদক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ কথোপকথন ফাঁস করলেন নবাব মালিক

আরিয়ান কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বিভিন্ন সময় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করেছেন। তবে, এবার ওয়াংখেড়ে নয় তাঁর বোনের সঙ্গে মাদক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন তিনি। মঙ্গলবার একটা টুইট করেছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘ইয়াসমিন দাউদ ওয়াংখেড়ে (এনসিবি আধিকারিক সমীর দাউদ ওয়াংখেড়ের বোন) এবং একজন মাদক ব্যবসায়ীর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট।’ এরপরেই তিনি প্রশ্ন তোলেন, এগুলি কী ঠিক ? আইনি ভাবে এটা কি বৈধ ? মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের শেয়ার করা স্ক্রিন শটে স্পষ্টই দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ইয়াসমিনকে তাঁর ঠিকানা পাঠাতে বলেছেন। ইয়াসমিনও নিজের ঠিকানা পাঠিয়েছেন তাঁকে। আরব সাগরে ক্রুজ মাদক পার্টিতে হানা দিয়েছিল এনসিবি। সেখান থেকেই গ্রেফতার করা হয় আরিয়ান খান-সহ তাঁর তিন বন্ধুকে। আর এই গোটা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়। তবে, বিগত কিছুদিন ধরেই এই মাদক কাণ্ডের মতই চর্চা হচ্ছে সমীর ওয়াংখেড়কে নিয়ে। কারণ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্ব পুলিশ। জানা গিয়েছে মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার এই সব অভিযোগের তদন্ত শুরু করেছেন এসিপি মিলিন্দ খেতাল। ওয়াংখেড়ে একাধিক দুর্নীতিতে যুক্ত বলেও অভিযোগ করেন মহারাষ্ট্রের উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। এর আগেও সমীর  ওয়াংখেড়ের চাকরি থাকবে না বলেও জানিয়েছিলেন নবাব। তারপরেই তিনি সামনে এনেছেন, সমীরের এক জন মুসলিম সম্প্রদায়ের ৷ কিন্তু, চাকরি এবং ব্যক্তিগত সুবিধা পাওয়ার লোভে নিজের পরিচয় গোপন করেছিলেন ৷ নবাবের অভিযোগ, চাকরির প্রয়োজনে খাতায় কলমে নিজের ধর্ম কিংবা জাতি বদলে ফেলতেও দ্বিধাবোধ করেননি এই সমীর। আর এর পরেই তিনি সমীর  ওয়াংখেড়ের বোনের বিরুদ্ধেও মাদক ডেলিভারি নেওয়ার অভিযোগ তুললেন।