সাতপাকে বাঁধা পড়লেন নীরজ চোপড়া ৷ অনুরাগী, সংবাদমাধ্যমের নজর এড়িয়ে খানিকটা চুপিসারেই বিয়ে সেরে নিলেন ভারতের ‘গোল্ডেন বয়’ ৷ পাত্রী হিমানী মার্কিন মুলুকে এখনও পড়াশোনা করছেন বলে খবর ৷ নীরজের কাকা জানিয়েছেন পরিবার এবং নিকট পরিজনদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ যদিও কবে এই বিয়ে হয়েছে, তা জানা যায়নি এখনও ৷ অবশ্য সোশাল মিডিয়া পোস্টে বিয়ের অ্য়ালবাম শেয়ার করে নিয়েছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী জ্য়াভলিন থ্রোয়ার ৷ ইনস্টাগ্রামে নীরজ এদিন লেখেন, “পরিবারের সঙ্গেই জীবনের নয়া অধ্য়ায় শুরু করলাম ৷ এমন মুহূর্তে সকলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ ৷” শেষে বেটারহাফের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অলিম্পিক্স ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে দেশের প্রথম পদকজয়ী ৷ যদিও বিয়ে সংক্রান্ত খবর কিংবা স্ত্রী’কে নিয়ে বিশদে কিছু সোশাল মিডিয়ায় নীরজ পোস্ট করেননি ৷ কিন্তু তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যা থামছে না ৷