কলকাতা

ইউজিসি-র নেট পরীক্ষা দুর্গাপুজোর তিনদিন, পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

করোনা পরিস্থিতির মধ্যেই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) ।যদিও পরীক্ষার্থীদের সুবিধার জন্য তা বার বার স্থগিত করার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তা সত্ত্বেও নির্ধারিত তারিখেই জেইই মেন এবং নিট পরীক্ষা নেয়।এছাড়াও সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আর্জি জানানো হয়। আর সেই বিতর্ককেই যেন আরও একবার উসকে দিলো কেন্দ্র।এবার বিতর্ক সৃষ্টি হল নেট পরীক্ষার সময়সূচি নিয়ে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এই পরীক্ষা। তবে এই পরীক্ষা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বাঙালির অন্যতম উৎসব দুর্গাপূজার মধ্যেই পড়েছে এই পরীক্ষা।২১, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। নেট-এর পরীক্ষা হবে ষষ্ঠীর দিন। এই নিয়েই চলছে জোর আলোচনা। পুজোর মধ্যে এই পরীক্ষার দিন ধার্য হওয়ার বিষয়টি যে রাজ্য সরকার ভালোভাবে নেয়নি তা ইতিমধ্যেই জানিয়ে দেয়। এই নিয়ে রাজ্যসভায় নোটিশও দিয়েছে তৃণমূল।তৃণমূলের দাবি, দুর্গাপুজো শুধু বাঙালির নয়, আন্তর্জাতিক উৎসব। এসময় মানুষ উৎসবে মেতে থাকেন। রাস্তাঘাটে থাকে যানবাহনের ভিড়। ফলে এই সময় পরীক্ষা দিতে যেতে বেশ অসুবিধার মধ্যে পড়তে পারে পরীক্ষার্থীদের। তাই এই দিনগুলো নিয়ে পুনর্বিবেচনা করা হোক। অন্য কোনো দিন ধার্য করা হোক।