Posted onAuthorবঙ্গনিউজComments Off on নেপালে ভয়াবহ ভূমিকম্প, মৃত ৬, চলছে উদ্ধার কাজ
নেপালে ফের ভূমিকম্প। ২০১৫ সালের স্মৃতি উসকে যখন পরপর কেঁপে উঠতে শুরু করে নেপাল, সেই সময় ৬ জনের মৃত্যু হয়। তবে ভূমিকম্পের জেরে আরও কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। নেপালের দোতি জেলায় শুরু হয়েছে উদ্ধার কাজ।