আসছে নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ। ভারতে তৈরি এই অ্যাপের নাম কু। বাজারে আসার কিছু দিনের মধ্যেই এই অ্যাপের প্রায় ৯ লক্ষ নতুন ব্যবহারকারী ডাউনলোড করেছে। টুইটারের আদলেই তৈরি হয়েছে এই অ্যাপ। গত কয়েক মাস যাবৎ ভারতে কৃষক আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক মতবিরোধের করবে অনেক ভারতীয় ব্যক্তিত্বের চক্ষুশূল হয়েছে ট্যুইটার। ফলে অনেকেই টুইটার ব্যবহার বন্ধ করে দিয়েছে। আবার ট্যুইটার কর্তৃপক্ষ অনেক ব্যবহারকারীকে টুইটার থেকে সীমিত সময় বা পাকাপাকি ভাবে ব্লকও করেছে। তাই সেই ব্যক্তিরাই এখন কু অ্যাপের শরণাপন্ন হচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। কু-এর নির্মাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ এই অ্যাপ সম্পর্কে বলেছেন, তাদের উদ্দেশ্য, এই অ্যাপের মাধ্যমে ভারতীয়রা নিজেদের মাতৃভাষায় বক্তব্য রাখুক।