বিধায়কদের আপত্তি বা দলের অভ্যন্তরীণ চাপ নিয়ে যে খুব একটা মাথাব্যাথা নেই পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর রবিবার তা কার্যত স্পষ্ট হল। দলের সদস্যদের হাজার আপত্তি উপেক্ষা করে নিজের পছন্দের সদস্যদের নিয়েই গড়লেন নতুন মন্ত্রীসভা। আর সেই মন্ত্রীসভায় জায়গা পেল বিতর্কিত কংগ্রেস নেতা রাণা গুরজিত্ সিংও। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার বিকালে শপথ গ্রহণ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ চান্নির মন্ত্রিসভার ১৫ জন বিধায়ক। সদ্য দায়িত্ব পাওয়া মুখ্যমন্ত্রী চরণজিত্ চান্নির উপস্থিতিতেই এদিন দুপুরে পঞ্জাবের নতুন মন্ত্রীসভার ঘোষণা করা হল। মন্ত্রীসভার ১৫ জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত। এদিন যে ১৫ জন বিধায়ক পঞ্জাবের নতুন মন্ত্রীসভার সদস্য হিসাবে শপথবাক্য পাঠ করলেন তাঁরা হলেন, ব্রহ্ম মহীন্দ্র, ভারত ভূষণ, মণপ্রীত বাদল, ত্রিপত রাজিন্দর সিং বাজওয়া, প্রজ্ঞাত সিং, সুখবিন্দর সরকারিয়া, বিজয় ইন্দ্র সিংলা, রাজকুমার ভারকা, রাণা গুরজিত সিং, সঙ্গত সিং গিলজিয়ান, রণদ্বীপ সিং নব্য, অরুণা চৌধুরী, রাজিয়া সুলতানা, গুরকিরত কোটলি, অমরিন্দর সিং রাজা ওয়ারিং।