মোট খরচ পড়বে ১ হাজার ২৫৯ কোটি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে ফের অস্বস্তিতে কেন্দ্র। প্রস্তাবিত প্রকল্পের খরচ সরকারের প্রাথমিক অনুমানের তুলনায় একধাক্কায় বেড়ে গেল ২৯ শতাংশ। যার ফলে, রাজধানীর অলিন্দে নতুন সংসদ ভবন এবং তৎসংলগ্ন নির্মাণ গুলি তৈরি করতে কেন্দ্রের অনুমানের তুলনায় ২৮২ কোটি টাকা বাড়তি খরচ হতে পারে। সূত্রের খবর, সেন্ট্রাল ভিস্তার অধীনে নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ পড়বে ১ হাজার ২৫৯ কোটি টাকা। সূত্রের দাবি, সিপিডব্লিউডি জানিয়েছে, ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় বিল্ডিং তৈরির খরচও অনেকটা বেড়ে যাবে ৷ পাশাপাশি ইলেকট্রনিকসের দামও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ নয়া সংসদ ভবনের উভয় কক্ষে আধুনিক অডিয়ো-ভিস্যুয়াল ব্যবস্থা রাখা হচ্ছে ৷ সাংসদদের টেবিলে রাখা থাকবে ট্যাবলেট ৷ শুধু তাই নয়, মন্ত্রীদের মিটিং রুম ও চেম্বারে থাকবে উচ্চ প্রযুক্তির ডিভাইস ৷ কাজেই সিপিডব্রিউডি-র অনুরোধে লোকসভার সেক্রেটারিয়েট শিগগিরই সম্মতি দিয়ে দেবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে ৷