কলকাতা

RG Kar কাণ্ডের জের, রাজ্যে হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৈরি নয়া পদ, দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ আধিকারিকরা

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের নতুন সিদ্ধান্ত। এবার থেকে সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা। ইতিমধ্যেই পুলিশ সুপারকে এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  বুধবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন সেনা ও পুলিশ কর্মী। তাঁদের পারিশ্রমিকের খরচ দেবে রাজ্য স্বাস্থ্যদপ্তর। স্থল,বায়ু, নৌসেনার প্রাক্তন নায়েব, সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা থাকবেন। বিগত ২ বছরের মধ্যে অবসর নেওয়া ইন্সপেক্টর, ডেপুটি সুপার, অ্যাডিশনাল সুপারদেরও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। দরকার শুধু শারীরিকভাবে সক্ষম ও কাজে ইচ্ছা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপাররা নিজেদের এলাকার প্রাক্তন সেনা, পুলিশ কর্মীর নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, কোন পদে ছিলেন, কবে অবসর নিয়েছেন সমস্ত তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে।