জেলা

আগামী ২২ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠে দর্শনের সময়ে পরিবর্তন

ফের বদল হল বেলুড় মঠের সময়সূচির। ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। পাশাপাশি, ১ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১১টা, বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। মঠে প্রবেশের জন্য আগের বিধিনিষেধই বলবত্‍ থাকবে বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। এর আগে খোলা ছিল বেলুড় মঠ। কিন্তু সেই সময় এখন কমানো হল। ভক্তদের দুটি ডোজের শংসাপত্র বা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়েই ঢুকতে হবে মঠে।পাশাপাশি মহালয়াতেও তর্পণে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ। সেই সঙ্গে ১০ নভেম্বর ছট পুজোর দিনও সেখানে স্নান করা যাবে না বলেও জানানো হয়েছে। ২০২০-তেই ১৯ বছরের রীতি ভেঙে প্রথম বেলুড় মঠের প্রধান মন্দিরে দুর্গাপুজো হয়। কিন্তু করোনা আবহে সাধারণের প্রবেশাধিকার ছিল না। এবারও তার অন্যথা হচ্ছে না। চতুর্থী থেকে একাদশী পর্যন্ত ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ। তবে প্রবেশাধিকার না থাকলেও ইউটিউব ও মঠের ওয়েবসাইটে পুজো দেখার সুযোগ থাকছে।