কলকাতা

ওয়ার্ক ফ্রম পড! নিউটাউনে মাত্র ৩০ টাকা ভাড়ায় অফিস কেবিন, থাকবে এসি, ওয়াইফাই সহ একাধিক পরিষেবা

ওয়ার্ক ফ্রম পড

বাড়ির সদস্যদের হই-হট্টগোলে অফিসের কাজে মনোযোগ দিতে পারছেন না? তবে আপনার সমস্যার সমাধান রয়েছে। খোদ কলকাতার বুকে গড়ে উঠেছে ওয়ার্ক পড। অভিনব উদ্যোগ নিয়ে এল নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। ওয়ার্ক ফ্রম হোমের পরিবর্তে আনা হয়েছে ওয়ার্ক ফ্রম পড। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হবে এই ওয়ার্ক পড। চলতি মাসে খুব শীঘ্রই এটির উদ্বোধন করা হতে পারে।যেখানে অফিসের মতো প্রায় সমস্ত পরিষেবা পাওয়া যাবে। ছোট কেবিনের মতো ঘর। থাকছে ওয়াইফাই ইন্টারনেট, শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবা। এছাড়াও পাওয়া যাবে বুক সেল্ফ, ফটোকপি মেশিনের মতো সুবিধা। চা, কফি স্ন্যাকস খাওয়ারও ব্যবস্থা রাখা হবে। তবে এর জন্য বাড়তি টাকা দিতে হবে চাকুরিজীবীদের। নিউটাউন অ্যাকশন এরিয়া ১ এ দুটি এবং নিউটাউন অ্যাকশন এরিয়া ২ এ একটি করে ওয়ার্ক পড বানানো হয়েছে। প্রতি ওয়ার্ক পডে ২০ জন করে বসতে পারবেন। অর্থাত্‍ তিনটি ওয়ার্ক পড মিলিয়ে মোট ৬০ জন বসা যাবে। ৯০ মিনিটের জন্য এই ওয়ার্ক পডে ভাড়া গুনতে হবে মাত্র ৩০ টাকা। শুনতে অবাক লাগলেও এমনই উদ্যোগ নিয়েছে নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। চাকুরিজীবিদের জন্য ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ উভয় ব্যালেন্স রাখার জন্যই এই উদ্যোগ। এখানে নিরিবিলি ৮/৯ ঘন্টা শান্তিতে কাজ করতে পারবেন তারা।