আগামী ১৫ দিন পরিস্থিতি আরও খারাপ হবে, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যে বাড়তে থাকা কোভিডের সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী যে রীতিমত উদ্বিগ্ন সেটা এদিন আবারও বোঝা গেল মুখ্যমন্ত্রীর কথায়। সেই সঙ্গে এটাও বোঝা গেল রাজ্যজুড়ে চলা আংশিক লকডাউনের মধ্যেও যাতে সমাজের প্রান্তিক শ্রেনীর মানুষের রুটি রুজি বন্ধ না হয় সেই দিকটি তিনি বিশেষ ভাবে দেখছেন আর সেই প্রসঙ্গেই শুনিয়েছেন অভয়বাণী। জানিয়েছেন, ‘বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলাশাসকদের দেখতে বলেছি।’ এদিন মুখ্যমন্ত্রী লকডাউন নিয়ে বাড়তি কোনও শব্দ খরচ করেননি। আর তার জেরেই মনে করা হচ্ছে বাংলার অবস্থা খুব খুব খারাপ না হলে রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে চান না মুখ্যমন্ত্রী। তাই এখনই সব কিছুর ঝাঁপ বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বুধবার রাতে রাজ্য সরকার যে কোভিড রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০২জন। মারা গিয়েছেন ১০৩জন।