দেশ

আতিক আহমেদ খুন কাণ্ডে যোগী রাজ্যের পুলিশকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

প্রয়াগরাজে পুলিশী হেফাজতে থাকা অবস্থায় দুষ্কৃতীরা খুন করে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে। পুলিশ ও মিডিয়ার সামনেই সরাসরি মাথায় গুলি করে খুন করা হয় আতিক ও আশরাফকে। এই কাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। আতিক আহমেদ খুনে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ছেলের পুলিশের সঙ্গে এনকাউন্টারের পরদিনই আতিক আহমেদ ও আশরাফ খুন হন। ছেলের সমাধির ফুল শুকনোর আগেই বাবা-কে সমাধিস্থ করা হয়। মাফিয়া তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের খুন নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ এবং সাংবাদমাধ্যমের সামনে আতিক আহমেদকে কীভাবে খুন করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, এবার থেকে উত্তরপ্রদেশে আর কোনও শিল্পপতিকে হুমকি দেবে না মাফিয়ারা। এবার থেকে কোনও মাফিয়া বা অপরাধী কোনওভাবেই উত্তরপ্রদেশের শিল্পপতিদের হুমকি দিতে পারবে না। ফোন করে শিল্পপতিদের হুমকি দেওয়ার দিন উত্তরপ্রদেশে শেষ বলে মন্তব্য করেন আদিত্যনাথ।