দেশ

মুম্বই থেকে গ্রেফতার ছোটা-শাকিল ঘনিষ্ঠ সেলিম কুরেশি

পুলিশের জালে ধরা পড়ল দাউদ-সঙ্গী ৷ বৃহস্পতিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেলিম কুরেশিকে গ্রেফতার করে ৷ দাউদ ইব্রাহিমের দলের অন্যতম সদস্য কুরেশি ওরফো ‘সেলিম ফ্রুট’ ৷ সে ছোটা শাকিলেরও কাছের লোক, একটি বিবৃতিতে জানিয়েছে এনআইএ৷ তদন্তকারী সংস্থার দাবি, ছোটা শাকিলের নাম করে কুরেশি বিভিন্ন সম্পত্তির কারবার থেকে এবং ঝামেলা মেটানোয় মধ্যস্থতা করে বিপুল পরিমাণ টাকা তুলেছে ৷ এই টাকা ডি কোম্পানির জঙ্গি কাজকর্মে লাগানো হয়েছে ৷ আধিকারিকদের দাবি,’জঙ্গি এবং অপরাধমূলক কাজকর্ম’ যেমন পাচার, মাদক চক্রের সঙ্গে জড়িত বেআইনি কাজকারবার, টাকা তছরূপ, জাল নোট ছড়িয়ে দেওয়া, নাশকতামূলক কাজকর্মের জন্য টাকা তোলা এবং লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আল-কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছে দাউদ ইব্রাহিম এবং তার সঙ্গীরা ৷ পাকিস্তানে বসে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে দাউদ, এই অভিযোগের উল্লেখও রয়েছে এফআইআর-এ ৷