গতকালই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ঘোষণা করেন যে, অবিলম্বে রাত 11টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হবে ৷ মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশেও আবারও জারি হল নাইট কার্ফু ৷ আগাম সতর্কতা নিতে ফের নাইট কার্ফু চালু করছে উত্তরপ্রদেশ সরকার ৷ রাত ১১টা থেকে ভোর ৫টে পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু ৷ বড়দিন অর্থাৎ শনিবার থেকেই এই বিধি চালু হচ্ছে ৷ কড়াকড়ি করা হয়েছে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের জমায়েত নিয়ে ৷ জানা গিয়েছে, ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি নাইট কার্ফুর পাশাপাশি নির্দেশ দিয়েছেন যে, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ২০০ জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না ৷ তবে সেখানে যাবতীয় কোভিড প্রোটোকল মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি দোকানমালিক ও ব্যবসায়ীদের ‘নো মাস্ক, নো গুডস’ নীতি নিতে বলা হয়েছে ৷