সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন রয়েছে। তাঁর আগেই উত্তরপ্রদেশের রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। খুব শীঘ্রই সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন মায়াবতীর দলের ৯ বিধায়ক। ইতিমধ্যেই সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই ৯ জন। জল্পনা অনুযায়ী, খুব শীঘ্রই মায়াবতীর হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন তাঁরা। ওই বিধায়কদের বক্তব্য নেত্রী হিসেবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মায়াবতী। যদিও বহুজন সমাজ পার্টির তরফে দাবি করা হয়েছে, ওই ৯ জন বিধায়ককে দল আগেই সাসপেন্ড করেছে। বস্তুত, গত একবছরে এই নিয়ে মোট ১১ জন বিধায়ককে সাসপেন্ড করল BSP। এদের মধ্যে ৭ জন রাজ্যসভা নির্বাচনের সময়ই দলের হুইপ না মেনে অখিলেশের দলের পক্ষে ভোট দিয়েছেন। অথচ, তাঁদের কারও বিধায়ক পদ বাতিল হয়নি। এই ৯ জন বিধায়কের দলত্যাগের ফলে নিজের রাজ্যেই মায়াবতীর দল কার্যত শক্তিহীন হয়ে গেল। ২০১৭ বিধানসভায় বিএসপি (BSP) মাত্র ১৯টি আসন জিতেছিল। এর মধ্যে ১ টি আসন উপনির্বাচনে হারে তারা। বাকি ১৮ জনের মধ্যেও এক বছরে সাসপেন্ড হয়েছেন ১১ জন। অর্থাৎ যোগীর রাজ্যে বিএসপির বিধায়ক সংখ্যা বাকি রইল মাত্র ৭।