শীঘ্রই বাজারে আসতে চলেছে এলআইসি-র শেয়ার। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা ৯.২৭ শতাংশ ধার্য করা হয়েছে । বিমা কোম্পানির আইপিও প্রক্রিয়া চলছে । সাধারণ মানুষ এর সুবিধে পাবেন। বর্তমানে এলআইসি-র ১০০ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের । এলআইসির আইপিও খুবই গুরুত্বপূর্ণ । কারণ, চলতি অর্থবর্ষের শেষে মার্চ, ২০২২-এ ১.৭৫ লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছে সরকার, তা পূর্ণ করতে এলআইসি আইপিওর একটা ভূমিকা রয়েছে । সম্প্রতি এলআইসির চেয়ারম্যান এম আর কুমারের মেয়াদ ২০২৩-এর মার্চ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র সরকার। সরকারের বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেস ম্যানেজমেন্ট ডিআইপিএএম-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মাধ্যমে ৯ হাজার ৩৩০ কোটি টাকা এবং ডিভিডেন্টের ৩৫১১৬.৭২ কোটি টাকা ঘরে তুলেছে মোদি সরকার। এই বাজেট অধিবেশনে আজ অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কেন্দ্র পাবলিক সেক্টর এনটারপ্রাইজ বা পিএসইউ নিয়ে নতুন নীতি গ্রহণ করতে চলেছে। বাজেট পেশের আগের দিনই মন্ত্রকের উচ্চআধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন নির্মলা সীতারমন। এলআইসির বিলগ্নীকরণ বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে।