দেশ

Budget 2024 : অন্তর্বর্তী বাজেট হাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ৷ এরই মধ্যে নীল রঙা শাড়ি পরে গাড়ি থেকে নামলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ছিমছাম কিন্তু নজরকাড়া শাড়িটিতে অর্থমন্ত্রীর কপালে ছোট্ট লাল টিপ ৷ বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন তিনি ৷ লোকসভা নির্বাচন সামনে, তাই এবারের বাজেট পূর্ণাঙ্গ নয় ৷ আর এই বাজেট নির্মলার ষষ্ঠ বাজেট পেশ ৷ফি বছর বাজেটের পাশাপাশি চর্চায় থাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়িও ৷ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের শেষ বাজেটেও তার বদল হতে দিলেন না নির্মলা ৷ এবারও তাঁর শাড়ি সবার নজর কেড়েছে ৷ নীল রঙের তসরের সর্বত্র অফহোয়াইট রঙের সূক্ষ্ম কাঁথা স্টিচের কাজ করা ৷ এই কাঁথা স্টিচ শিল্প পশ্চিমবঙ্গ, ওড়িশা আর ত্রিপুরায় পাওয়া যায় ৷ অর্থমন্ত্রীর কপালে ছোট্ট লাল বিন্দি আর হাতে লাল জ্যাকেটে বহি-খাতা ট্যাবলেট, যেখানে রয়েছে দেশের যাবতীয় হিসেব-নিকেশ ৷ বৃহস্পতিবার সকালে হাসিমুখে সাধারণ কিন্তু আড়ম্বরপূর্ণ পোশাকে ক্যামেরার সামনে ফোটোশুট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ ২০১৯ সালে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ৷ এরপর প্রতিবারই হ্যান্ডলুম শাড়িতেই বাজেট পেশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ পঞ্চমবার, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের সময় তিনি ভার্মিলিয়ন সিল্ক পরেছিলেন ৷ লাল রঙের সিল্কের শাড়িতে কালো আর সোনালি রঙের চওড়া পাড় ছিল ৷ হাতে বোনা ইকাল শাড়িটি কর্ণাটকের ধাড়ওয়াড়ের নাভালাগুন্ডা এমব্রোডায়েরির কাজ করা ছিল ৷ ওই শাড়িটি তাঁকে উপহার দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷তার আগে ২০২২-২৩ অর্থবর্ষে বোমকাই পরেছিলেন সীতারমন ৷ রাস্টি ব্রাউন রঙের শাড়িতে খয়েরি আর লাল রঙের কাজ করা ৷ অর্থমন্ত্রীর তৃতীয় বারের বাজেট পেশের সময় তাঁর পরনে ছিল লাল রঙের পোচামপল্লি সিল্ক ৷ শাড়িজুড়ে অফ-হোয়াইট কাজ এবং পাড়ে সোনালি বর্ডার দেওয়া ৷ এটি তেলেঙ্গানার সিল্ক শাড়ি ৷ গলায় সোনার চেন, হাতে চুড়ি আর কানে ছোট্ট দুল ৷ আর এর সঙ্গে কপালে ছোট্ট লাল বিন্দি ৷ ২০২০-২১ সালের বাজেট পেশ করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরেছিলেন হলুদ সিল্ক ৷ আর ২০১৯ সালের প্রথম বার তিনি গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি পরেন ৷ তাতে উজ্জ্বল সোনালি বর্ডার দেওয়া ৷