কলকাতা

দেশের সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল এম আর বাঙ্গুর

রাজ্যের মুকুটে নতুন পালক। দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হাসপাতাল হিসেবে কেন্দ্রীয় নীতি আয়োগের স্বীকৃতি পেল টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালকে। পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সংক্রান্ত কেন্দ্রীয় শীর্ষ সংস্থা নীতি আয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে, দেশের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা জিতেছে বাঙ্গুর হাসপাতাল। যদিও কেন্দ্রীয় নীতি আয়োগ করোনা চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালকে এই স্বীকৃতি দেয়নি। বরং ২০১৮-১৯ সালে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান এবং বেড ভর্তি থাকার হারের উপরেমূল্যায়ন করে তারা এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দেশের জেলা হাসপাতাল গুলির মূল্যায়ন করতে গিয়ে ২০০ শয্যা, ৩০০ শয্যা এবং ৩০০-র অধিক শয্যা- এই তিন ভাগে ভাগ করে মূল্যায়ন করা হয়েছিল। ২০১৮-১৯ সালে বাঙ্গুর হাসপাতালের মোট বেডের সংখ্যা ছিল ১১০৫। মেডিক্যাল কলেজ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র জেলা হাসপাতাল হয়ে ধারাবাহিকভাবে রোগীদেরকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য কেন্দ্রীয় নীতি আয়োগের থেকে প্রশংসা আদায় করে নিয়েছে এই হাসপাতাল। ওই বছরে ডেইলি বেড অকুপেন্সি রেট বা দৈনিক মোট বেডে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৯৯.১৯ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয়। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে বহু সময় বহু সমালোচনার শিকার হতে হয়েছে তবু তার মধ্যেও দক্ষিণ ২৪ পরগণা জেলা হাসপাতাল হিসাবে টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতাল যে স্বীকৃতি পেয়েছে তা অত্যন্ত সম্মানজনক। আমরা সমস্ত জেলা হাসপাতালেই আরও ভালো পরিকাঠামো তৈরির চেষ্টা করব।’