মুখ্যমন্ত্রীরর নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠকে কোনো বিধিভঙ্গ হয়নি। মডেল কোড অফ কন্ডাক্ট গোটা রাজ্যে প্রযোজ্য নয়। তাই বিধিভঙ্গ হয়নি। এছাড়া নেতাজি ইন্ডোরে মিটিং করার আগে স্বরাষ্ট্র সচিব কমিশনেরী থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন বলে নবান্ন সূত্রে খবর। ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার পরও রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দুর্গাপুজোর জন্য রাজ্য়ের পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। যা নির্বাচনী বিধিভঙ্গ বলেই নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছিল বিজেপি। ওই চিঠির সূত্র ধরে রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রসচিবের কাছে বাস্তব রিপোর্ট জানতে চেয়েছিল। সূত্রের খবর, কমিশনের এই চিঠির উত্তর দিয়েছেন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। তিনি জানিয়ে দিয়েছেন, ওই অনুষ্ঠানে কোনও রকম নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়নি। চিঠির উত্তরে স্বরাষ্ট্রসচিব জানালেন কোনরকম বিধিভঙ্গ হয় নি। কারণ মুর্শিদাবাদ জেলা এবং ভবানীপুরের কোনও ক্লাবকে ওই বৈঠকে ডাকা হয়নি। বুধবারই কমিশন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক কী কী ঘোষণা হয়েছিল এবং কাদের ডাকা হয়েছিল জানতে চেয়ে চিঠি দিয়েছিল। তাতে এও জানতে চাওয়া হয়েছিল ওই অনুষ্ঠানে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল কিনা। জানা যাচ্ছে, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা উত্তরে জানিয়েছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই বৈঠকে কোনও বিধিভঙ্গ হয়নি। কারণ ওই বৈঠকে মুর্শিদাবাদ জেলা এবং ভবানীপুরের কোনও ক্লাবকে ওই বৈঠকে ডাকা হয়নি। এমনকি ওই দুই এলাকার কোনও ক্লাবকে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়নি। পাশাপাশি কমিশনকে তিনি এও জানান, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভবানীপুর বিধানসভা এলাকার বাইরে। এবং নেতাজি ইন্ডোরে বৈঠক অনুষ্ঠিত করার আগে স্বরাষ্ট্রসচিব CEO দফতরের থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল।
সূত্রের খবর, কমিশনের যুক্তি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মনোনয়ন পেশ করেননি। অনুষ্ঠানটি হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা ভবানীপুর বিধানসভার অন্তর্গত নয়। উপরন্তু ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা পুরনো। এটা নতুন করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা বিজেপির অভিযোগকে পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন। যদিও এখনও সরকারিভাবে বিবৃতি দিয়ে কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।