আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। আর এই দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বানালেন মোদি সরকারকে খোঁচা দিতে। সকালেই টুইট করে লিখে দিলেন, এটা রীতিমত উদ্বেগজনক যে ভারত সরকার সাম্প্রতিককালে সংসদের অধিবেশনে তথ্য নিয়ে কী করেছে। অধিকাংশ উত্তরেই জানিয়ে দেওয়া হয়েছে ওই সম্পর্কিত কোনও তথ্য নেই। দেশের প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার জনগনের কাছে জবাবদিহি করতে দায়িত্ববদ্ধ। দেশেও তথ্য জানার অধিকার আইন লাগু করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে মোদি জমানায় সেই তথ্য অধিকার ঠিক মতোন না মানার অভিযোগ উঠছে বারেবারে। এমনকি সাম্প্রতিক কালে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের তোলা অনেক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রীদের বলতে শোনা গিয়েছে যে এই মর্মে তাঁদের কাছে কোনও তথ্য নেই। এর সব থেকে বড় উদাহরণম পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা জানতে চাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছিল তাঁদের কাছে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নেই। যদিও পরে রেলমন্ত্রক তাঁদের কাছে থাকা তথ্য তুলে ধরেছিল। সেই ঘটনাতেই পরিস্কার যে কেন্দ্র সরকার তথ্য জানাতে চাইছে না আর তা ইচ্ছা করেই।এই ঘটনাকেই মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন এদিন কেন্দ্রকে খোঁচা দিতে। এদিন ট্যুইট করে তিনি মোদির নাম না করেই সেই খোঁচা দিয়েছেন।