দেশ

এনআরসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, সংসদে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বাংলার বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে দাঁড়িয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, এখনই দেশজুড়ে নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি চালুর কোনও পরিকল্পনা নেই। মঙ্গলবার সংসদেও নিজেদের পুরনো অবস্থান বজায় রাখল কেন্দ্র। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়ে দিলেন, এখনই দেশজুড়ে এনআরসি চালু করা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। যার সোজা অর্থ, এত হম্বিতম্বির পরও এনআরসি চালু করা নিয়ে সরকার এক পা-ও এগোয়নি। এনআরসি নিয়ে কেন্দ্রের এই ঘোষণা রীতিমতো চমকপ্রদ। কারণ, নাগরিকপঞ্জি বিজেপির বহুদিনের ঘোষিত কর্মসূচি। বিজেপি সরকার ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে দিয়েছে। যা কিনা এনআরসির আগের ধাপ হিসেবেই মনে করছেন অনেকে। কিন্তু পাশ করালে কী হবে, এনআরসি কার্যকর করা নিয়েও নজিরবিহীন গড়িমসি দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।