দিল্লির রাজপথে আয়োজিত হবে প্যারেড। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না কোনও বিদেশি রাষ্ট্রনেতা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। দেশে ইতিমধ্যে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে দু’টি করোনা ভ্যাকসিন। কমছে দৈনিক সংক্রমণের হারও। তবে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। বিলেত ফেরত একাধিক যাত্রীর শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন, যা কিনা আগের তুলনায় আরও বেশি ভয়ানক এবং ক্ষতি করতে সক্ষম। এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে না অন্য কোনও দেশের রাষ্ট্রনেতাকেই। এদিন সাংবাদিক সম্মেলনে অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও বিদেশি রাষ্ট্রনায়ক প্রধান অতিথি হিসেবে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে থাকবেন না।’