কয়েকদিন আগে দিল্লির টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফেস্টে শো করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল সোনু নিগমকে। অভিযোগ, মঞ্চে পারফর্ম করার সময় তাঁর দিকে ঢিল ও বোতল ছোড়া হয়। এনিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পী। তাঁর বক্তব্য, সেদিন এমন কোনও ঘটনা ঘটেনি। তবে ঠিক কী ঘটেছিল? এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনু নিগম। সেখানে তিনি লিখেছেন, ‘ডিটিইউতে পাথর বা বোতল ছোড়া হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যম খবর করেছে। বাস্তবে এমন কিছু হয়নি। একজন ভেপ (ই-সিগারেট) ছুড়ে মেরেছিল। তা শুভঙ্করের বুকে লাগে। আমাকে সে কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে আমি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিলাম। কলেজের পড়ুয়াদের এও স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে, এমন ঘটনা আবার ঘটলে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব।’ শিল্পীর আরও সংযোজন, ‘এর পরে কেবল মঞ্চে শুধু পুকি ব্যান্ড উঠে এসে পড়েছিল। যা দেখতে সত্যিই ভীষণ কিউট ছিল।’ এর আগে কলকাতায় কনসার্টে এসেও দর্শক-শ্রোতাদের একাংশের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সোনু।
