ফ্ল্যাটের ভিতরেই রয়েছে সম্পূর্ণ ব্যবস্থা। টব, সার থেকে শুরু করে সূক্ষ্ম ডালপালা ছাঁটার যন্ত্রপাত- সব কিছু। সেখানেই রমরমিয়ে গাঁজার চাষ করতেন ৪৬ বছর বয়সি রাহুল চৌধুরী। তার পর বিক্রি করতেন ডার্ক ওয়েবে। অবশেষে গ্রেটার নয়ডার ফ্ল্যাট থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশ। সম্প্রতি ফ্ল্যাটের বারান্দায় ফুলের বাগান করেছিলেন আদতে বেঙ্গালুরুর এক দম্পতি। অভিযোগ, সেখানে গাঁজা চাষও করতেন তাঁরা। ওই দম্পতিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারপরই গ্রেটার নয়ডার এই ঘটনা সামনে এল। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, এক গ্রাহককে গাঁজা বিক্রি করতে চলেছেন অভিযুক্ত। সেই মতো ফাঁদ পাতা হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ ক্রেতাকে দেওয়ার জন্য গাঁজার প্যাকেট হাতে ফ্ল্যাট থেকে বের হন রাহুল। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেটার নয়ডার ডিসিপি সাদ মিয়াঁ খান জানান, বেটা-২ এবং ইকোটেক-১ থানার পুলিশ এবং জেলার অ্যান্টি-নারকোটিক্স টিম যৌথ অভিযান চালিয়ে রাহুলকে গ্রেফতার করেছে।