জেলা

উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল এনসেফালাইটিস-স্ক্রাব টাইফাস-ডেঙ্গু

উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান হল ৷ অসুস্থ শিশুদের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে যে তারা জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়াচ্ছিল উত্তরবঙ্গ জুড়ে ৷ কারণ, শিলিগুড়ি-সহ জলপাইগুড়ি জেলার শিশুরাও অজানা জ্বরে আক্রান্ত হয়৷ এই নিয়ে উদ্বিগ্নও ছিল স্বাস্থ্য দফতর ।তাই আক্রান্ত শিশুদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষায়। মোট ৪৯ জন শিশুর রক্ত পরীক্ষা করা হয়। যার রিপোর্ট বুধবার এলে আক্রান্ত শিশুদের জ্বরের মূল কারণ জানতে পারেন চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি সম্প্রতি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট ৬৫ জন শিশুর নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাদের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে জলপাইগুড়ির একজন শিশুর জাপানি এনসেফালাইটিস, একজনের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে দার্জিলিং জেলার ছয় জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও আরও ছয় জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা বলেন, “৪৯ জন শিশুর নমুনা হাসপাতালে পরীক্ষা করা হয়। তাতে জেলার ছয় শিশুর জাপানি এনসেফালাইটিস, ডেঙ্গু ও ছয় শিশু স্ক্র‍্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে। তবে তাতে চিন্তার কিছু নেই। সবার চিকিৎসা চলছে। সবাই স্থিতিশীল রয়েছে।”