কেন্দ্রীয় সরকারের অধীনে চা শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা ৷ গরীব শ্রমিকদের পাওনা মেটানোর দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়র সঙ্গে দেখা করেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা-সহ 10 জন বিজেপি বিধায়ক । আগামী মে মাসে এই বিষয়ে পর্যালোচনা আশ্বাস দেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী । সেই সঙ্গে, উত্তরবঙ্গে এইমস হাসপাতালের দাবিতে দিল্লিতে দরবার করেন উত্তরের বিজেপি বিধায়করা । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের দাবিতে 5 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা ৷ রাজনৈতিক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের বিধায়কদের এই ভাবে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হতে দেখা যায়নি ৷এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, “কেন্দ্রীয় সরকারের অধীনে কারবালা, বানারহাট, নিউ ডুয়ার্স চা বাগানগুলির পিএফ, গ্র্যাচুইটি-সহ বকেয়া মজুরির সমস্যাগুলি নিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়র সঙ্গে আলোচনা হয়েছে । উনি আগামী মে মাসে বিষয়টি নিয়ে পর্যালোচনা করে সমস্যার সমাধান করবেন এবং কড়া পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন । এছাড়াও আমরা কৃষি মন্ত্রীর সঙ্গে দেখা করে ‘পিএম কিষান নিধি’র সুবিধা পাওয়ার বিষয়ে কথা বলেছি ৷ কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি যাতে আমরা আরও পাই, সেই দাবি রাখা হয়েছে ।”
