ভার্চুয়াল নয়, দর্শক সমাগমেই হবে অস্কার। এমনই ঘোষণা করল অ্যাকাডেমি অব মোশন আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃপক্ষের। অর্থাৎ বিশ্বজুড়ে করোনা অতিমারী আবহ হলেও প্রতিবারের মতো লস এঞ্জেলসের ডলবি থিয়েটারেই বসছে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কার-এর আসর। জানা গিয়েছে, ২০২১ সালের ২৫ এপ্রিল এই অস্কার প্রদানের পুরস্কারের আসর বসছে। উল্লেখ্য, সাধারণত ফেব্রুয়ারি মাসেই এই অনুষ্ঠান হয়, কিন্তু এবার করোনা আবহের কারণেই নির্ধারিত সময়ের ৮ সপ্তাহ পরে তা অনুষ্ঠিত হচ্ছে। যদিও ডলবি থিয়েটারে দর্শকাসন ৩৪০০টি। কিন্তু এবার করোনার জন্য কতজনকে প্রবেশাধিকার দেওয়া হবে, তা এখনও ঘোষণা হয়নি।