দেশ ভাইরাল

‘লজ্জিত নই’, মুসলিম পড়ুয়াকে মারধরের ঘটনায় মন্তব্য উত্তরপ্রদেশের শিক্ষিকার

ভরা ক্লাসরুম। চেয়ারে বসে শিক্ষিকা। এক কোণায় দাঁড়িয়ে ৭ বছরের পড়ুয়া। সামনে তার সহপাঠীরা। একে একে সহপাঠীরা এসে চড়, থাপ্পড় মারছে দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে। এক ঘণ্টা ঠায় দাঁড়িয়ে সহপাঠীদের মার খেতে খেতে অঝোরে কাঁদছে সে। অথচ ভ্রুক্ষেপ নেই শিক্ষিকার। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই যোগীরাজ্যের শিক্ষাব্যবস্থাও তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছে।  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খুববাপুরের একটি স্কুলে। নেহা পাবলিক স্কুলের অভিযুক্ত শিক্ষিকা তৃপ্ত ত্যাগীর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, তখন শিক্ষিকা বললেন, তিনি একেবারেই লজ্জিত নন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এভাবেই ছাত্রদের নিয়ন্ত্রণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করছেন।গ্রামবাসীদের তাঁর সঙ্গে রয়েছে। অন্যদিকে ভিডিওটি ভাইরাল হতেই এই শিক্ষিকাই বলেছিলেন, এটি তাঁর অভিপ্রায় ছিল না। বলেছিলেন, তিনি প্রতিবন্ধী। তাই উঠতে পারেন না। চেয়ারে বসেই অন্য পড়ুয়াদের ছাত্রটিকে গিয়ে মারতে বলেন। কারণ সে হোমওয়ার্ক করে আসেনি। এমন একটি ছোট ঘটনাকে অযথা বড় করে দেখানো হচ্ছে।