দেশ

বিধায়কদের সদস্যপদ বরখাস্ত নয়, যোশীর আর্জি খারিজ শীর্ষ আদালতে

রাজস্থান: শীর্ষ আদালতে ধাক্কা খেল গেহলত শিবির। রাজস্থান মামলায় কার্যত সচিন পাইলটদের পক্ষেই মত প্রকাশ করল সুপ্রিম কোর্ট। গণতন্ত্রে বিরুদ্ধ স্বরকে কখনওই দমিয়ে দেওয়া যায় না, মন্তব্য করেন বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ। রাজস্থানের স্পিকার সি পি যোশীর আর্জি ছিল, পাইলট-সহ ১৯ কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করার সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। রাজস্থান হাইকোর্ট এই মামলায় সিদ্ধান্ত জানাতে পারবে বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্য দিকে পাইলট শিবিরের বক্তব্য, তাঁরা দল ছাড়তে চান না। তাঁরা শুধু দলের নেতৃত্বে পরিবর্তন চান। পাইলট অনুগামী বিধায়করা গেহলটের বিরোধিতা করার পরই দলের তরফে দুটি বৈঠক ডাকা হয়েছিল। দলের হুইপ মেনে বৈঠকে যোগ দেননি পাইলট সহ ১৯ বিধায়ক। এরপরই ওই বিদ্রোহী বিধায়কদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্পিকার সি পি যোশী। নিজেদের জায়গা বহাল রাখতে পাইলটরা রাজস্থান হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। সেখানে মামলা দায়ের করে, দল তাঁরা ছাড়তে চান না। তাই তাদেরকে বরখাস্ত করতে পারেন না স্পিকার। বৃহস্পতিবার সচিনদের পক্ষেই মত প্রকাশ করে সুপ্রিম কোর্ট।শুক্রবার এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে অরুণ মিশ্রের বেঞ্চ।