কলকাতা

র‍্যাগিং রুখতে তৎপর রাজ্য সরকার, জারি একগুচ্ছ নির্দেশিকা

যাদবপুরে ছাত্রমৃত্যু জের। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য। একগুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। ‘আতঙ্কপুরী হয়ে গিয়েছে যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমি স্তম্ভিত আমি মর্মাহত। আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে মানুষ মানুষ হয় না, যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়’। মুখ্যমন্ত্রীর দাবি, ‘এরা মাক্সবাদী। এখনও বড় বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। ভোট, মানে ওদের জমিদারি। পুলিস ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না। র‌্যাগিং করে ছেলেমেয়েদের উপর’। এরপর রাতেই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।