যে হারে দেশে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। সেটা রুখতে হয়তো না চাইলেও লকডাউনের পথে হাঁটতে হবে সরকারকে, বলছেন বিশেষজ্ঞরা । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন অন্য কথা। প্রধানমন্ত্রীর কথায়, আগের মতো করোনা ভাইরাস এবছর ভারতের আর্থিক বৃদ্ধি রুখতে পারবে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর স্পষ্ট ইঙ্গিত, যতই করোনা বাড়ুক, লকডাউনের পথে হেঁটে আর্থিক বৃদ্ধিকে ফের স্লথ করে দিতে চান না তিনি।শনিবার ভারচুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ নিধি কর্মসূচির আওতায় কৃষকদের দশম
কিস্তির অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, “২০২১ সালটা করোনা মহামারীর মধ্যেও দেশের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। উন্নয়নের ধারাকে আরও গতি দিতে হবে আমাদের। করোনা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের, কিন্তু উন্নয়নের গতিকে রুখতে পারবে না।” মোদি এদিন বলে দেন, “ভারত সবরকম সাবধানতা বজায় রেখে, সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে এবং জাতীয় স্বার্থও পূরণ করবে।” অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন নয়, সচেতনতাকেই হাতিয়ার করতে চাইছে মোদি সরকার।