দেশ

আর্থিক বোঝা কমাতে সেনা দরজা খুলছে নাগরিকদের জন্য, এবার আপনিও যোগ দিতে পারেন সেনাবাহিনীতে

 ভারতীয় সেনাবাহিনীতে তিন বছরের মেয়াদের জন্য সাধারণ নাগরিকদের সামনে সেনাবাহিনীর দরজা খুলে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এই নাগররিককে সেনা বাহিনীর অফিসার পদেও নিয়োগ করা হতে পারে। প্রয়োজনে ফ্রন্ট লাইনেও তাঁকে ব্যবহার করা হতে পারে। সংশ্লিষ্ট নাগরিককে কোনও দেশীয় সংস্থায় কর্মরত হতে হবে। বয়স হতে হবে ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। আবার সদ্যো কলেজ পাশ করা যুবকরাও সেনাবাহিনীর সদস্য হতে পারেন। সেক্ষেত্র তাঁদের বয়স ২২ থেকে ২৩-এর মধ্যে হতে হবে। সেনা বাহিনী সূত্রের খবর, ওই ব্যক্তিকে আধা সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীতে কমপক্ষে সাত বছররে জন্য সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। নির্ধারিত মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট যুবক আবারও ফিরে যাবেন তাঁর পুরনো কর্মস্থলে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্তা জানাচ্ছেন গেম চেঞ্জিং বা ট্যুর অব ডিউটি প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে। আর এই প্রকল্পের মূল লক্ষ্যই হল সাধারণ নাগরিকদের সামরিক জীবনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। শক্তিশালী ভারতীয় বাহিনীর অন্দরমহলে তাঁদের নিয়ে যাওয়া। তবে এক্ষেত্রেও নির্বাচনের মানদণ্ডে কোনও রকম পরিবর্তন করা হবে না বলেও সূত্রের খবর। প্রাথমিকভাবে ১০০ জন কর্মকতা ও ১ হাজার সদস্য নিয়োগ করার কথা বিবেচনা করা হয়েছে। ভারতীয় যুব সমাজের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রমের পুনরুত্থানের জন্য এই পদক্ষেপ গ্রহণের কথা চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর সূত্রটি।