দেশ

বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে সংঘর্ষের সময়ে ছুটিতে, নুহের পুলিশ সুপারকে সরিয়ে দিল হরিয়ানার বিজেপি সরকার

বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে গত সোমবার দাঙ্গা বেঁধেছিল হরিয়ানার নুহতে। দুই ধর্মীয় গোষ্ঠীর দাঙ্গায় প্রাণ গিয়েছে ৬ জনের। দাঙ্গার সময়ে ছুটিতে থাকায় এবার শাস্তির খাঁড়া নেমে এল নুহের পুলিশ সুপার বরুণ সিংলার কাঁধে। শুক্রবার তাঁকে নুহের পুলিশ সুপারের পদ থেকে হঠিয়ে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। ১৬০ কিলোমিটার দূরে্বর ভিওয়ানি জেলার পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। নুহের নতুন পুলিশ সুপার হয়েছেন নরেন্দ্র বিজারনিয়া। দাঙ্গার সময়ে তিনিই নুহের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব সামলেছিলেন। গত সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নুহ। আর সেই সংঘর্ষের জের ছড়িয়ে পড়ে মেবানা, সোহনা, গুগ্রাম, ফরিদাবাদ-সহ একাধিক এলাকায়। মসজিদে অগ্নিসংযোগ থেকে শুরু করে সরকারি ও বেসরকারি গাড়িতে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। এমনকি বোমনা, গুলি নিয়ে পরস্পরের উপরে চড়াও হয়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই হোমগার্ড-সহ মোট ছয়জন প্রাণ হারান।