গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ৭২২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। মৃত্যু হল আরও ১৩৪ জনের। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল (৭৮ হাজার ৩)। তাঁদের মধ্যে অবশ্য ২৬ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫৪৯ জন। সব মিলিয়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯ হজার ২১৯ জন। আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।