যে রাঁধে সে চুলও বাঁধে। বাংলার এমন প্রবাদের জলজ্যান্ত উদাহরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানে আলু-বরবটির তরকারি রান্নায় অবলীলায় হাত লাগাতে পারেন তিনি। আবার দক্ষ প্রশাসক হয়ে কন্যাশ্রী-সবুজসাথীর মতো মতো একাধিক প্রকল্প বাস্তবায়ন করাতেও তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু ‘বহিরাগত’ বিজেপি সেসবের কি বুঝবে? এমনই বলছে ওয়াকিবহাল মহল। ব্যাপারটা কি? সম্প্রতি ২ দিনের সফরে বোলপুরে গিয়েছিলেন মমতা। প্রথমদিন পদযত্রা করেন। বাংলার অগ্নিকন্যার ডাকে পা মেলান প্রায় আড়াই লাখ জনতা। দ্বিতীয় দিন আদিবাসী পাড়ায় দিয়ে সেখানকার মানুষদের কথা শোনেন। সুবিধে-অসুবিধের খোঁজ নেন। সেই সময়ই এলাকার একটি দোকানে চা খেতে ঢোকেন মমতা। দেখেন দোকানি রাঁধছেন আলু-বরবটির তরকারি। সেই রান্নাতেও হাত লাগান মমতা। মুখ্যমন্ত্রীকে বড় কড়াইতে খুন্তি নাড়তে দেখে ভিড় জমান আশপাশের মানুষ। যারা মমতাকে চেনেন, তাঁরা জানেন মমতা এমনই। তাই তো তিনি বাঙালির ঘরের মেয়ে। কিন্তু মমতার এই রান্না করা নিয়ে খোঁচা দিতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ব্যঙ্গ করে টুইটে লেখেন, ‘যে কাজ ৫ মাস পর করতে হবে, তা এখন থেকেই শুরু করে দিয়েছেন দিদি।’ এটাকে নারী বিদ্বেষী মন্তব্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বসিরহাটের সাংসদ লেখেন, ‘আদ্যন্ত নারী বিদ্বেষী মন্তব্য করেছেন কৈলাস বিজয়বর্গীয়। যে সব মহিলা তাঁদের পরিবার সামলান, রান্না করেন তাঁদের প্রত্যেককে অপমান করেছেন। এই মুহূর্তে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বারবার বিজেপি তাঁকে অপমান আর নিশানা করছে বিজেপি।’এবার তারই জবাবে পালটা কড়া ভাষায় টুইট করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সাংসদের টুইট, ‘আপনি যদি মহিলা হয়ে রাজনীতিতে আসার কথা ভাবেন, তাহলে মনে রাখবেন বিজেপির নারীবিদ্বেষীরা ছড়িয়ে রয়েছে এই ক্ষেত্রে, যাঁরা মহিলাদের রান্নাঘরেই আটকে রাখতে চান। কৈলাস বিজয়বর্গীয় যে মহিলাদের এতটুকুও শ্রদ্ধা করেন না, তা বোঝা গেল। তাঁর পরিবারের মহিলারাও নিশ্চয়ই এসবের মুখোমুখি হয়ে থাকেন।’ প্রায় একই সুর শশী পাঁজার। তিনি টুইটে লেখেন, ‘বিজেপি ওদের নিজেদের আসল রং আবারও দেখাল। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এইই তাঁদের মনোভাব। এরপর আর সন্দেহের অবকাশই নেই যে আমাদের দেশের মহিলারা বিজেপি আমলে মোটেই সুরক্ষিত নয়। এ ধরনের নারীবিদ্বেষী মন্তব্য আবারও করার আগে মনে রাখবেন, আপনাদের বস কিন্তু একজন চা-ওয়ালা।’বরাবর কালীঘাটের বাড়িতে মমতা নিজে পুজোর ভোগ রান্না করেন। শুধু তাই নয়, নিজে হাতে অতিথিদের খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁকে।