দেশ

ওড়িশায় ভিড়ের মধ্যে ছুটল বিজেডি বিধায়কের বেপরোয়া গাড়ি, আহত ২২

লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি হল ওড়িশার খুরদায় ৷ লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে বিক্ষোভকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ৷ ওড়িশায় একই অভিযোগ উঠল বিধায়ক প্রশান্ত জগদেবের বিরুদ্ধে ৷ তিনিও ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন ৷ আহতদের মধ্যে ২ জন সাংবাদিক ও ৭ জন পুলিশকর্মীও রয়েছেন ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, ওড়িশার শাসক দল বিজু জনতা দলের সাসপেন্ড হওয়া বিধায়ক প্রশান্ত জগদেব ওই নির্বাচনের জন্য বানপুর ব্লক কার্যালয়ে যাচ্ছিলেন ৷ কার্যালয়ের সামনে পৌঁছানোর পর তিনি দেখেন সেখানে প্রচুর ভিড় ৷ সেই ভিড়কে তোয়াক্কা না করেই তিনি গাড়ি চালিয়ে দেন ৷ স্থানীয়দের দাবি, প্রশান্ত সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন ৷ যদিও স্থানীয়দের হাত থেকে রেহাই পাননি তিনি ৷ বরং তাঁকে গাড়ি থেকে বের করে সেখানেই মারধর করে ক্ষিপ্ত জনতা ৷ পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ৷ তাঁর গাড়িও ভাঙচুর করা হয় ৷ আপাতত তিনি ভুবনেশ্বরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷