জেলা

জাতীয় সড়কে উলটে গেল ট্যাংকার, তেল তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের

সাত সকালে জাতীয় সড়কে ভোজ্য তেলের ট্যাংকার উলটে বিপত্তি ৷ তেল তুলতে হুড়োহুড়ি পড়ে গেল স্থানীয়দের ৷ যদিও ঘটনায় বড়সড় কোনও বিপদ ঘটেনি ৷ সামান্য আহত হয়েছেন ট্যাংকারের চালক ও খালাসী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার 16 নম্বর জাতীয় সড়কের উপর ডোমজুড়ের কাছে ৷ ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালক ও খালাসী-সহ ট্যাংকারটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে খড়গপুর থেকে ডানকুনির দিকে আসছিল তেলের ট্যাংকারটি । সেসময় ট্যাংকারটি অন্য একটি গাড়িকে পাশ দিতে গিয়েই পালটি খেয়ে যায় । এর জেরে জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে ট্যাংকারে থাকা ভোজ্য তেল ৷ এতে বড়সড় দুর্ঘটনার আশংকা তৈরি হয় । স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা । তারপর ক্রেনের সাহায্যে উলটে যাওয়া ট্যাংকারটিকে রাস্তার ধারে সরিয়ে দেওয়া হয় । দমকলের গাড়ি থেকে জল দিয়ে রাস্তা ধোয়ার কাজ করা হয় । ভোজ্য তেলের জন্য যাতে ওই রাস্তায় যাতায়াতকারী অন্যান্য গাড়ি দুর্ঘটনার মুখে না পড়ে তার জন্য বালি ছড়িয়ে দেওয়া হয় । দুর্ঘটনাতে ট্যাংকারের চালক ও খালাসী সামান্য চোট পেলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে । প্রত্যক্ষদর্শী সোনু কুমার বলেন, ট্যংকারটিকে আরেকটা গাড়ি ডান দিক দিয়ে অতিক্রম করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে । ট্যাংকারের চালক বাম দিকে চাপতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । এরপরই রাস্তাতে উলটে যায় গাড়িটি । ক্রেন দিয়ে সরানোর সময় ট্যাংকারটির একটি চাকাতে বিস্ফোরণে ফেটে যায় । দুর্ঘটনার পর ট্যাংকার থেকে তেল রাস্তায় ছড়িয়ে গেলে কয়েকজনকে টিনের ডিব্বাতে করে তেল ভরে নিয়ে যেতেও দেখা গিয়েছে ।