খেলা

মহিলাদের ৫০ মিটার রাইফেলে দ্বিতীয় পদক জয় ভারতীয় শ্যুটার অবনী লেখারার

টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ে একটি সোনা জিতে ইতিমধ্যেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন অবনী লেখারার। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জেতার রেকর্ড এখন এই অ্যাথলিটের নামের পাশেই। এবার তাঁর হাত ধরেই আরও একটি পদক এল ভারতের ঘরে। মেয়েদের ৫০ মিটার 3P SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতে ফের ভারতের মুখ উজ্বল করলেন ১৯ বছরের অবনী। আজকের যোগ্যতা অর্জন পর্ব থেকেই দুরন্ত ছন্দে ছিলেন আভানি। কোয়ালিফিকেশানে নিলিং পজিশনে ৩৮৮, প্রোনিং পজিশনে ৩৯৩ ও স্ট্যান্ডিং পজিশনে চোখ ধাঁধানো ৩৯৫ স্কোর করেন। তিনটি পজিশনের সেট গুলো শেষ হওয়ার পর আভানির স্কোর হয় ১১৭৬। আজকেও বিশ্বরেকর্ড ছুঁতে পারতেন আভানি। কিন্তু বিশ্বরেকর্ডটির মালিক ইউক্রেনের আনা নরম্যান নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে নতুন নজির গড়েছেন আজ। আর আভানি তার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে যোগ্যতাঅর্জন পর্ব দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। ফাইনালের নিলিং পজিশনের তিনটি সিরিজে ৫০.৮, ৫০.৩ ও ৪৮.৪ স্কোর করে চার নম্বরে ছিলেন আভানি। হাইস্কোরিং রাউন্ডে ৫১.৫, ৫১.৪ ও ৫১ স্কোর করে পিছিয়ে পড়েন তিনি। ক্রমতালিকার ছয় নম্বর স্থান থেকে পদক জিততে স্ট্যান্ডিং পজিশনে মিরাকেল ঘটাতে হতো আভানিকে। স্ট্যান্ডিংয়ের প্রথম সেটে ৫০.৫ স্কোর করেন ভারতীয় শ্যুটার। দ্বিতীয় সেটে ৫০.৮ স্কোর করে চার নম্বরে উঠে আসেন আভানি। রুদ্ধশ্বাস শেষ সেটে ১০.৩, ১০.২, ১০.৫, ১০.২ স্কোর করে ব্রোঞ্জ আভানির।