টিকা নিয়ে এখন পর্যন্ত দেশে এক জনই মারা গিয়েছেন। স্বীকার করল কেন্দ্র। ৩১ মার্চ মারা যান ৬৮ বছরের ওই ব্যক্তি। টিকার দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল তাঁর। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছে, ‘টিকার কারণে প্রতিক্রিয়া’। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যারা পর্যবেক্ষণ করছিলেন সেই বিশেষজ্ঞরাই এই মৃত্যুর কথা জানিয়েছেন। ওই ব্যক্তির বয়স ৬৮ বছর। করোনা ভ্যাকসিন নেওয়ার পর অ্য়ানাফিল্যাক্সিসে মারা যান তিনি। করোনা টিকা দেওয়ার পরে ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে ৩১টি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এগুলি সরকারি প্যানেল লিপিবদ্ধও করছে। তারই মধ্যে একটি কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি প্যানেলের তরফে জানানো হয়েছে কোভিড ভ্যাকসিন গ্রহণের পরে অ্যানাফিল্যাক্সিসে একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে ৬৮ বছর বয়সী ওই বৃদ্ধ টিকা নিয়েছিলেন ৮ মার্চ। তারপরই তিনি অ্যানাফিল্যাক্সিসে মারা যান। AEFI এর চেয়ারপারসন ড. এন কে অরোরা বলেছেন, ‘এটিই প্রথম মৃত্যু। তদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা গিয়েছে। জানা গিয়েছে যে, টিকা দেওয়ার পরে অ্যানিফিল্যাক্সিসে যে তিনি মারা যান।’ যদিও সূত্রের খবর ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারি প্যানেল মাত্র একজনের মৃত্যুর খবরই নিশ্চিত করেছে। প্যানেল রিপোর্টে কোভিড ভ্যাকসিনেশনের কারণে অনুসরণ করে একজনের মৃত্যুর বিষয়ে বলা হয়েছে। ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়ায় অ্যালার্জি বা অ্যানাফিল্যাক্সিস হতে পারে। এই বছরের গোড়ার দিকে দু’জনের অ্যানাফিল্যাক্সিস হয়েছিল। তাঁর ১৯ ও ১৬ জানুয়ারি ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু তাঁরা হাসপাতালে চিকিত্সার পর সুস্থ হয়ে ওঠেন। সরকারি এই কমিটি ৩১ টি মৃত্যুর মূল্যায়ন করেছে। এএএফআই কমিটির রিপোর্টে, বলা হয়েছে এখন অনেক ঘটনা তদন্তাধীন রয়েছে। সেক্ষেত্রে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এই কমিটি। ৩১টি ঘটনার মধ্যে ২৮টিতে মৃত্যু হয়েছে টিকাগ্রহীতার। ঘটনাগুলো বিচার করে কমিটি জানিয়েছে, ২৮ জনের মধ্যে ১ জনেরই টিকার কারণে মৃত্যু হয়েছে। এইএফআই-এর উপদেষ্টা এন কে আরোরা জানালেন, ‘এই প্রথম দেশে কোভিড টিকার প্রতিক্রিয়ায় অ্যানাফিলাক্সিস (অ্যালার্জি)-এর কারণে কারও মৃত্যু হয়েছে। কিন্তু টিকাকরণের মোট সংখ্যার তুলনায় যাঁদের শরীরে প্রতিক্রিয়া হয়েছে, সেই সংখ্যা নগণ্য। ৩১টি ঘটনা খতিয়ে দেখা হয়েছে। এক জনেরই মৃত্যু হয়েছে টিকার কারণে। আর টিকার কারণে প্রতিক্রিয়া দেখা দিয়েছে আরও ২ জনের।’ ৩১টি ঘটনার মধ্যে মোট তিন জন টিকার প্রতিক্রিয়ায় অ্যানাফিলাক্সিস (অ্যালার্জি)-এর কারণে অসুস্থ হয়ে পড়েছে। টিকা দেওয়ার আধ ঘণ্টার মধ্যে এ রকম হয়েছে। তাই টিকাই যে অসুস্থতার কারণ, সে বিষয়ে নিশ্চিত এইএফআই কমিটি। এক জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার পর সুস্থ তাঁরা। ৩১টি ঘটনার মধ্যে ১৮টি ক্ষেত্রে মৃত্যু বা অসুস্থতা ‘সমাপতন’ মাত্র।