জেলা

মালদায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে খুন!

বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। গতকাল, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জসিমুদ্দিন (৭৫)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি (৪৫)। কিন্তু এর নেপথ্যে কে বা করা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।