স্বাধীনতার ৭৫ বছরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে পুরনো সংসদ ভবন ৷ আর সেই সংসদ ভবনে আজ শেষবারের মতো, অধিবেশন বসেছে ৷ আজ থেকে শুরু হওয়া ৫ দিনের বিশেষ সংসদীয় অধিবেশনে, প্রধানমন্ত্রী পুরনো সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহাসিক কার্যকলাপ তুলে ধরলেন ৷ আজ শেষবারের মতো অধিবেশন বসল দেশের পুরনো সংসদ ভবনে ৷ এই ৭৫ বছরের ইতিহাসকে শেষদিনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায় উঠে এল, বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান তৈরির সাক্ষী থেকেছে ভারতের এই পুরনো সংসদ ভবন ৷ এমনকি দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সংসদ ভবন থেকে নেওয়া হয়েছে ৷ এই ৭৫ বছরে সংসদের দুই কক্ষে ৭ হাজার সাংসদ নিজেদের অবদান রেখেছেন ৷ এ দিন মোদি বলেন, ‘‘পুরনো সংসদে শেষ অধিবেশন হলেও, এটি দেশের বর্তমান এবং আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে ৷ আর এই সংসদ ভবন বিশ্বের কাছে ভারতের পরিচিতি তৈরি করেছে ৷’’প্রধানমন্ত্রীর বক্তব্য উঠে আসে জি ২০ শীর্ষ সম্মেলনের সাফল্য ৷ জি২০’ শীর্ষ সম্মেলনকে দেশবাসীর সাফল্য বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘এই জি ২০ সম্মেলন কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠী ও সমষ্টির সাফল্য নয় ৷ এই শীর্ষ সম্মেলন প্রতিটি দেশবাসীর সাফল্য ৷ দেশের প্রত্যেক শ্রেণির মানুষের অবদান এই জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের পিছনে রয়েছে ৷ বিশ্বের কাছে দেশের সম্মান বৃদ্ধির জন্য সমানভাবে অবদান রেখেছেন দেশের সকল নাগরিক ৷’’