করোনার নয়া প্রজাতি ওমিক্রন-এর আতঙ্কে ইতিমধ্যেই সমগ্র বিশ্বের থরহরিকম্প অবস্থা। বিশেষজ্ঞদের মত, এটাই করোনার সব থেকে ভয়ংকর প্রজাতি। ইতিমধ্যেই এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে এই প্রজাতির সন্ধান মিলেছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও পাওয়া গিয়েছে ওমিক্রনের হদিশ। আর তারপরেই নতুন করে করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র। ওমিক্রন নিয়ে কেন্দ্রের তরফ থেকে আগেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। এবার এই ভাইরাস মোকাবিলায় রাজ্যগুলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। জানা জাছে কেন্দ্রের তরফ থেকে মোট ৫টি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সেগুলি হল-
১) বিশ্বের যে যে দেশে এখনও পর্যন্ত ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে, সেই দেশগুলির একটি তালিকা তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। হুয়ের তালিকাভুক্ত সেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা যাত্রীদের উপর বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং, টেস্টিং এবং কোভিড প্রটোকলের উপর জোর দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে বিমানবন্দরে অবিলম্বে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
২) প্রতিটি রাজ্যকে করোনা পরীক্ষার ওপর আরও বেশী করে জোর দিতে বলা হয়েছে। কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ রাজ্যে RT-PCR টেস্টের সংখ্যা আচমকাই অনেকটা কমে গিয়েছে। সেক্ষেত্রে নয়া প্রজাতির এই করোনাভাইরাসের কথা মাথায় রেখে নুমনা পরীক্ষা অবিলম্বে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৩) যে সমস্ত রাজ্যে এখনও করোনা হটস্পট জন রয়েছে সেগুলির ওপর বাড়তি নজর দেওয়ার নির্গুদেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের নির্দেশ যে সমস্ত এলাকায় সম্প্রতি করোনা পজিটিভ কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই এলাকাগুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হোক।
৪) যে কোনও আপৎকালীন পরিস্থিতির জন্য রাজ্যগুলিকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বাড়নোর পরামর্শ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসার পরিকাঠামো উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৫) করোনার নুমনা পরীক্ষার ক্ষেত্রে জিন সিকোয়েন্সিং-এর উপরও বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে সে ক্ষেত্রে অবশ্যই জিন সিকোয়েন্সিং-এর জন্য নুমনা পাঠানোর প্রয়োজন রয়েছে। আর তাই রাজ্যগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র।